Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশেষ অর্জন

বিশেষ অর্জন

 

“ দিন বদলের স্বপ্নে ইউডিসি উদ্যোক্তা হিসেবে আমার সাফল্যের গল্প

ভূমিকাঃ

২০০৯ সালের পূর্বের দিকে তাকালে আজকের জামপুর ইউনিয়নের উদ্যোক্তা আমি সানাউল্যাহ আমার গ্রামের মানুষ-জন তেমন ভাল চিনত না, আজ আমার পাশে বসে গ্রামের সবাই ডিজিটাল সেবা গ্রহণ করছেন। আমার পিতার নাম নুরুল ইসলাম, মাতার নামঃ মাসুদা বেগম, ঠিকানাঃ বুরুমদী গ্রামের দরিদ্র পরিবারে জন্ম,  আমার স্বপ্ন ছিল তথ্য প্রযুক্তিগত সেবায় গ্রামকে আলোকিত করে বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করা। আজ আমি বাস্তব রূপ দিয়ে সর্ব ক্ষেত্রে পৈয়েছি সম্মানসহ অগণিত প্রশংসা। বর্তমান বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) অন্যতম হাতিয়ার।

এইচ এস সি পাশ করে বেকার অবস্তায় পড়ে থাকি, আর পড়াশুনার খরচ চালানোমত উপায় না পেয়ে  চরম হতাশ হয়ে পড়ি। সে সময় বন্ধু বান্ধবের দোকানে গিয়ে আড্ডা দেই, সেই ফাকে কম্পিউটার বিষয়ে কিছু অভিজ্ঞাতা অর্জন করি। তার পরেই ইউনিয়ন পরিষদের কিছু কাজের সহযোগীতা  করতাম। ২০১১ সালে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে নিয়োগ পাই।


সাফল্যঃ

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে সরকারী-বেসরকারী সেবা সমূহ জনগণের দোড়গোড়ায় নিশ্চিত করার স্বীকৃতি স্বরূপ জামপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিভিন্ন ভাবে জনগণের দোরগড়ায় সেবা পৌছে দেয়।পরে ২০১৪ সালে উদ্যোক্তা সম্মেলন হয়। এই সম্মানের উৎসাহে আমি নিজেকে আরও কর্ম-চাঞ্চল্যে কর দৃষ্ঠঅন্ত স্থাপন করি।  সেই সময় ইপজেলা নির্বাহী অফিসার আমাকে অনেক সাহায্য করে। এবং আমার ইউপি সচিব ও আমাকে ভালো বেসে অনেক কিছু শিখানোর মাধ্যমে সহযেগীতা করেন। তাদের সহযোগীতায় আমি আজ এ পর্যন্ত এসে পৌছে যাই।