Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জামপুর ইউনিয়নের ইতিহাস
ইউনিয়ন পরিষদ এ উপমহাকোশের প্রাচীন তম স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এ দেশে বৃটিশদের আগমনের পূর্বে পঞ্চায়েত প্রযার প্রচলন ছিল। পরবতীতে ১৮৭০ সনে ইউনিয়ন পর্য্যায়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে গ্রামে চৌকিদার আইন প্রবর্তন করা হয়। ১৯৫৯ সনে ইউনিয়ন কাউন্সিল গঠন করা হয়। পরবর্তীতে ১৯৭৩ সনে রাষ্ট্রপতির আদেশ নং ২ দ্বারা ইউনিয়ন পঞ্চায়েত বা ইউনিয়ন কাউন্সিলের নাম ইউনিয়ন পরিষদ রাখা হয়। জামপুর ইউনিয়নের পঞ্চায়েত প্রধানের নাম ছিল অবনী প্রধান ছিলেন যথাক্রমে -০১. আমিরউদ্দিন, ০২. আঃ রউফ, ০৩. আজগর হোসেন ও ০৪. আঃ মান্নান তালুকদার পরবতীতে জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে ০১. আঃ মান্নান তালুকদার, ০২. জয়নাল আবেদীন সরকার, ০৩. আহাম্মদ হোসেন ভূইয়া বুলবুল, ০৪. ইব্রাহিম ভূইয়া দুলু, ০৫. আনোয়ার জাহিদ টুলু, ০৬. আঃ হাই ভূইয়া, ০৭. মোঃ রোস্তম আলী ভূইয়া, ০৮. কামরুল হাসান লিটন দায়িত্ব পালন করেন। বর্তমানে ছোট বড় ৪৩ গ্রাম নিয়ে জামপুর ইউনিয়ন পরিষদ বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেন জনাব শাহ্ মোহাম্মদ হানিফ।